একনজরে

10/recent/ticker-posts

virtual AI news presenter এবার খবর পড়বে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি সংবাদ পাঠিকা


কুয়েতের একটি সংবাদমাধ্যমে এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে ভার্চুয়াল এক সংবাদ পাঠিকাকে। তাঁর নাম ‘ফেদা’। 

খোশখবর ডেস্কঃ তাহলে কী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ চলেই এল,লেখালিখি থেকে ছবি আঁকা সবই এখন হচ্ছে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সের হাত ধরে।এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির হাত ধরে শুরু হয়ে গেল সংবাদপাঠও। কুয়েতের একটি সংবাদমাধ্যমে এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে ভার্চুয়াল এক সংবাদ পাঠিকাকে। তাঁর নাম ‘ফেদা’। কুয়েত নিউজ ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্টে তাঁকে দেখা গেছে। অনলাইন বুলেটিন পড়বে সে। এমনই পরিকল্পনা।সাদা টি-শার্টের ওপর কালো জ্যাকেট পরা এই সংবাদ পাঠিকার মাথায় একরাশ সোনালি চুল।



অনলাইনে উপস্থিত হয়ে আরবি ভাষায় এআই পাঠিকা বলেছেন, ‘আমি ফেদা, কুয়েত নিউজ-এ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কাজ করা কুয়েতের প্রথম সংবাদ পাঠক। কোন ধরনের সংবাদ আপনারা পছন্দ করেন? চলুন, আপনাদের মতামত শোনা যাক।’



কুয়েত টাইমস ২০২২ সালে কুয়েত নিউজের সঙ্গে মিশে যায়।১৯৬১ সালে উপসাগরীয় অঞ্চলের প্রথম ইংরেজি ভাষার দৈনিক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল কুয়েত টাইমস।নতুন কিছু করার জন্যই এই কৃত্রিম বুদ্ধিমত্তার নিউজ রিডিং বলে জানিয়েছেন প্রকাশনা ও ওয়েবসাইটের ডেপুটি এডিটর-ইন-চিফ আবদুল্লাহ বোফটেন।

[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code