একনজরে

10/recent/ticker-posts

TIME100 poll 2023 টাইম ১০০-র পাঠক বিচারে সবার শীর্ষে শাহরুখ,পঞ্চম স্থানে মেসি


টাইম ম্যাগাজিন ‘টাইম হানড্রেড পোল’ ২০২৩-এর আয়োজন করেছিল। ভোটে অংশ নিয়েছিল ১ দশমিক ২ মিলিয়ন পাঠক বা রিডার।

খোশখবর ডেস্কঃ এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালীদের তালিকা তৈরি করে দিলেন টাইম ম্যাগাজিনের পাঠকেরা। আর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আইকন বা গোষ্ঠীদের তালিকা থেকে থেকে সবার প্রথমে উঠে এল যে নাম তা হল অভিনেতা শাহরুখ খান।


শাহরুখ খান 

সদ্যই এই মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিন ‘টাইম হানড্রেড পোল’ ২০২৩-এর আয়োজন করেছিল। এতে ভোটে অংশ নিয়েছিল ১ দশমিক ২ মিলিয়ন পাঠক বা রিডার। আর মোট পাঠকের ভোটের ৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থান দখল করেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত পাঠান অভিনেতা শাহরুখ খান। বিশ্বজুড়ে শাহরুখ খানের জনপ্রিয়তা তৈরিই ছিল,কিন্তু পাঠান তাঁকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে বলে মনে করছেন অনেকে। জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত, পাঠান এখনও পর্যন্ত গোটা পৃথিবীতে বছরের শীর্ষ আয় করা চলচ্চিত্রগুলির মধ্যে একটি – যা বিশ্বব্যাপী প্রায় ১৩০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে।



ইরানের সেইসব মহিলারা

টাইমের পাঠক বিচারের তালিকায় দ্বিতীয় স্থানে এসেছেন ইরানের মহিলারা যারা মাহসা আমিনির মৃত্যুর পর সেদেশের কট্টর ইসলামিক শাসন থেকে বেরিয়ে আসতে বৃহত্তর স্বাধীনতার জন্য প্রতিবাদ করছে। আন্দোলনকারী ইরানের মহিলারা পেয়েছেন ৩ শতাংশ ভোট।


মহামারির সময় সেইসব মানুষেরা

করোনা মহামারির সময় মানুষকে মহামারি থেকে রক্ষা করতে দিনরাত সেবা করে গেছেন বহু মানুষ। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রায় ১৮ মিলিয়ন(১ মিলিয়ন= ১০ লক্ষ) মানুষ অন্যদের সাহায্য করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। কঠিন পরিস্থিতিতে রোগীদের যত্ন নেওয়ার দায়িত্ব নিয়েছেন। সেই সব স্বাস্থ্যসেবা কর্মীরা ভোট পেয়েছেন ২ শতাংশ। তাঁরা রয়েছেন এই তালিকার তৃতীয় স্থানে।


প্রিন্স হ্যারি, মেগান মার্কেল

চতুর্থ স্থানে এসেছেন প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল। সাসেক্সের ডিউক এবং ডাচেস- যারা প্রত্যেকে প্রায় ১.৯ শতাংশ ভোট পেয়েছেন। ব্রিটিশ রাজপরিবারের ঘেরাটোপ থেকে বেরিয়ে তাঁদের অন্যরকমভাবে বাঁচতে চাওয়া বিশ্বকে আলাদা পথ দেখিয়েছে। সাসেক্সের ডিউক হ্যারির স্মৃতিকথা ‘স্পেয়ার’ প্রকাশের পরেই বিশ্বজুড়ে ঝড় তুলেছে।


লিওনেল মেসি

১.৮% ভোট পেয়ে এই তালিকার পঞ্চম স্থানে আছেন ফুটবল তারকা লিওনেল মেসি। এই মুহূর্তে ফুটবল দুনিয়ায় সবচেয়ে আলোচিত নাম ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া মেসি। পেয়েছেন ফিফার সেরা ফুটবলারের শিরোপা, ব্যালন ডি’অর সহ অসংখ্য পুরষ্কার। আগামী ১৩ এপ্রিল ‘টাইম ১০০’ পোলের সেরা প্রভাবশালীদের তালিকা প্রকাশ করবে টাইম ম্যাগাজিন।

[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code