একনজরে

10/recent/ticker-posts

Sport for Development and Peace মাঠই মেলাবে মানুষকে, খেলাধুলোর প্রসারে এমন দিনের কোনও বিকল্প নেই


ফি বছর রাষ্ট্রসঙ্ঘ এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির উদ্যোগে পালিত হয় উন্নয়ন এবং শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস।

খোশখবর ডেস্কঃ বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে হানাহানি আর অশান্তি। দুদেশের মধ্যে যুদ্ধ,গৃহযুদ্ধ, সন্ত্রাসবাদ,সীমান্ত সমস্যা,আর্থিক সংকট,পরিবেশের বিপর্যয় থেকে তৈরি হওয়া বিপদ ক্রমে বেড়েই চলেছে। আর এর জেরে বাড়ছে সামাজিক ও মানবিক সমস্যা।শিক্ষা, সাহায্য, পর্যাপ্ত অনুদানের পাশাপাশি সামাজিক এই সমস্যা দূর করতে খেলাধুলোর একটি বড় ভূমিকা আছে। এই কারনেই ফি বছর রাষ্ট্রসঙ্ঘ ( UN) এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) উদ্যোগে পালিত হয় উন্নয়ন এবং শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস।



এই দিবস পালনের লক্ষ্য যত বেশি সংখ্যক মানুষকে খেলাধুলোর মধ্যে আনা যায়।মনে রাখা দরকার উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস কোনো সরকারি ছুটির দিন নয়।বরং কিছু করে দেখানোর দিন। ২০১৩ সালের ২৩ আগস্ট, রাষ্ট্রসঙ্ঘের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস প্রতি বছর ৬ এপ্রিল পালিত হবে।১৮৯৬ সালে এই তারিখেই এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমসের উদ্বোধন হয়েছিল।



এই দিবস পালনে রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন কার্যালয়, আনুষঙ্গিক আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় ক্রীড়া সংস্থা, বেসরকারী সংস্থা সহ সুশীল সমাজ, বেসরকারী ক্ষেত্রের অন্যান্য সংশ্লিষ্ট সহযোগীরা একযোগে কাজ করে।‘উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ পালনে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়।

[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code