ভাল কাজের উপমা টানতে বা বিশেষণ যোগ করতে ‘পেলে’ শব্দ ব্যবহার করতে পারবে ব্রাজিলের মানুষ।
খোশখবর ডেস্কঃ পেলে ছিলেন সকলের মধ্যে অসাধারণ, অতুলনীয়, অনন্য এবং সর্বশ্রেষ্ঠ।তাঁর সঙ্গে এই পৃথিবীর কারও তুলনা টানা ভার।প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলেকে বিশ্ব মনে রাখবে নানা ভাবে।কিন্তু এবার তিনি হয়ে উঠলেন কোনও ভাল কাজের উপমা বোঝানোর শব্দবন্ধ। কারণ ব্রাজিলের একটি অভিধানে ঢুকে পড়লেন ‘পেলে’।এখন থেকে যে কোনও ভাল কাজের উপমা টানতে বা বিশেষণ যোগ করতে ‘পেলে’ শব্দ ব্যবহার করতে পারবে ব্রাজিলের মানুষ।
কীভাবে হল এমনটা? আসলে ব্রাজিলে চালু কথাবার্তায় কেউ ‘বিশেষ’ কিছু –এমনটা বোঝাতে পেলের নাম ব্যবহারের চল অনেকদিন ধরেই। এবার সেটাই প্রাতিষ্ঠানিক চেহারা নিল। পেলের নাম এবার ‘বিশেষণ’ হিসেবে নথিবদ্ধ হল।আর এই উদ্যোগের সমর্থনে গণস্বাক্ষর অভিযানে স্বাক্ষর করেছেন ১ লক্ষ ২৫ হাজার মানুষ।এর পরেই ব্রাজিলের ডিকশনারি মাইকেলিস-এ ঢুকে পড়েছে ‘পেলে’ শব্দটি।অর্থাৎ পর্তুগিজ ভাষা ব্যবহারকারী বিশ্বের ২৬ কোটি ৫০ লক্ষের মতো মানুষ এখন থেকে ‘পেলে’ শব্দটিকে বিশেষণ হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন বিরিয়ানিটা পেলে হয়েছে বা ওর হাতের কাজ একদম পেলে – এমনটাই এখন লিখতে পারবেন ব্রাজিলের মানুষ।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ