অস্কারের মঞ্চে ঐতিহাসিক জয় এল ভারতের।বেস্ট অরিজিনাল সং বিভাগে অস্কার জিতে নিল ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’। এই গানের জন্য সঙ্গীত পরিচালক হিসেবে অস্কার পেলেন এমএম কিরাবানি এবং গীতিকার হিসেবে অস্কার পেলেন চন্দ্র বোস। ৯৫তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে উঠে পুরস্কার হাতে তুলে নেন দুজনে।
অন্যদিকে স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে সেরার পুরস্কার পেয়েছে ‘দি এলিফ্যান্ট হুইসপারস’। স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে সেরার সেরা হয়েছে তামিল ভাষার এই ছবি। অসাধারণ এই তথ্যচিত্রের জন্য অস্কার পেলেন দুই ভারতীয় মহিলা পরিচালক কার্তিকী গনজালভেস আর গুনিত মঙ্গা।তামিলনাড়ুর মেয়ে কার্তিকী আর গুনিতের জন্ম দিল্লিতে। অবে ফিচার তথ্যচিত্র বিভাগে বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদ্স’ অস্কার জিততে ব্যর্থ হয়েছে।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ