একনজরে

10/recent/ticker-posts

First Woman in Indian Politics ভারতের রাজনীতিতে প্রথম শীর্ষে উঠে আসা মহিলারা


নানা প্রতিকূলতা সত্ত্বেও সব বাধা সরিয়ে পুরুষদের সঙ্গে সমানতালে লড়াইয়ের ময়দানে এগিয়ে এসেছেন অনেক নারী

খোশখবর ডেস্কঃ ভারতবর্ষের রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মহিলারা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও মহিলাদের অবদান অনেক।বর্তমান সময়ে নারীরা বহু ক্ষেত্রে এগিয়ে গেলেও এখনও সমাজে তারা বঞ্চিত, নিগৃহীত, নির্যাতিত ও অবহেলার শিকার। সমাজবিজ্ঞানীরা মনে করেন এই বঞ্চনা ও নিগ্রহের অন্যতম কারণ হল সিদ্ধান্ত গ্রহণে রাষ্ট্রীয় স্তর থেকে পারিবারিক স্তর পর্যন্ত মহিলাদের পিছিয়ে রাখা।এর অবসান ঘটাতে পারে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন। নানা প্রতিকূলতা সত্ত্বেও সব বাধা সরিয়ে পুরুষদের সঙ্গে সমানতালে লড়াইয়ের ময়দানে এগিয়ে এসেছেন অনেকেই।নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিচার করলে ভারতবর্ষের অবস্থা খুব একটা উৎসাহব্যঞ্জক না হলেও কেন্দ্র হোক বা বিভিন্ন রাজ্য, অনেক ক্ষেত্রেই রাজনীতির শীর্ষে উঠে এসেছেন মহিলারা। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রীও হতে দেখা গিয়েছে মহিলাদের।রইল তাঁদেরই একটি তালিকা।

ভারতের রাজনীতিতে প্রথম শীর্ষে উঠে আসা মহিলারা ( সংক্ষেপিত)   

প্রথম মহিলা রাষ্ট্রপতি - প্রতিভা দেবী সিং পাতিল

প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি - দ্রৌপদী মুর্মু

প্রথম মহিলা প্রধানমন্ত্রী - ইন্দিরা গান্ধী

সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি - ফাতিমা বিবি

দিল্লি হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি - লীলা শেঠ

রাজ্যসভার প্রথম মহিলা ডেপুটি চেয়ারম্যান - ভায়োলেট হরি আলভা

লোকসভার প্রথম মহিলা স্পিকার - মীরা কুমার

প্রথম নারী সংসদ সদস্য - অ্যানি মাসকারেন

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি - বিজয় লক্ষ্মী পণ্ডিত

প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার - ভি এস রামাদেবী

প্রথম মহিলা বিদেশ মন্ত্রী - ইন্দিরা গান্ধী

প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী- ইন্দিরা গান্ধী



প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী - ইন্দিরা গান্ধী

প্রথম মহিলা তথ্য ও সম্প্রচার মন্ত্রী - ইন্দিরা গান্ধী

প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী – নির্মলা সীতারামন

(ইন্দিরা গান্ধী ১৯৬৯ সালের জুলাই থেকে ১৯৭০ সালের জুন পর্যন্ত অর্থ মন্ত্রকের দায়িত্বে ছিলেন)

লোকসভায় বিরোধী দলের প্রথম মহিলা নেত্রী - সোনিয়া গান্ধী

মহিলা ও শিশু উন্নয়নের প্রথম মহিলা মন্ত্রী - মমতা বন্দ্যোপাধ্যায়

প্রথম মহিলা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী - নাজমা হেপতুল্লা

প্রথম মহিলা রেলমন্ত্রী - মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার - ভি এস রামাদেবী


শীলা দীক্ষিত

দিল্লির প্রথম মহিলা মেয়র - অরুনা আসাফ আলী

দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজ

দিল্লিতে প্রথম মহিলা সবচেয়ে বেশি সময় ধরে থাকা মহিলা মুখ্যমন্ত্রী - শীলা দীক্ষিত৷

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী - মমতা বন্দ্যোপাধ্যায়


[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code