একনজরে

10/recent/ticker-posts

Earth Hour worldwide বিশ্বজুড়ে এক ঘন্টার জন্য নিভল আলো,জানেন কেন পালিত হয় আর্থ আওয়ার?


 মার্চের শেষ শনিবার পৃথিবীর বিভিন্ন কোণে অঙ্গীকারের প্রতীক হিসাবে আর্থ আওয়ার পালিত হয়।

খোশখবর ডেস্কঃ আর্থ আওয়ার হল ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড বা ডব্লু ডব্লু এফ (WWF) আয়োজিত একটি বিশ্বব্যাপী আন্দোলন।প্রতি বছর পৃথিবীর ভালোর কথা মনে রেখে এই ইভেন্ট পালন করা হয়। বলা হয় আগে থেকে ঘোষিত দিনে এক ঘন্টা( রাত ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত) অ-প্রয়োজনীয় বৈদ্যুতিক আলো বন্ধ রাখার কথা।ফি বছর মার্চের শেষ শনিবার পৃথিবীর বিভিন্ন কোণে অঙ্গীকারের প্রতীক হিসাবে এই আর্থ আওয়ার পালিত হয়।



২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে লাইট অফ ইভেন্ট হিসাবে এই ‘আর্থ আওয়ার’ পালন শুরু হয়েছিল। ওই বছর আর্থ আওয়ার ৩১শে মার্চ স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু হয়েছিল।



এর পরেই সান ফ্রান্সিসকো সিডনি আর্থ আওয়ার-এ অনুপ্রাণিত হয়ে অক্টোবর মাসে নিজস্ব ‘লাইটস আউট’ – ইভেন্ট করে।এর পরেই আয়োজকরা ২০০৮ সাল থেকে পাকাপাকিভাবে আর্থ আওয়ারের জন্য পরিকল্পনা করার সিদ্ধান্ত নেন। সেই হিসেবে ২০২৩ সালের আর্থ আওয়ার পালিত হয়েছে শনিবার রাত ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত।



[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code