পঞ্চম শতাব্দীর শেষে পোপ গেলাসিয়াস ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন।
খোশখবর ডেস্কঃ কথায় বলে ভালবাসার কোনও দিন হয় না, তবুও ফি বছর ফেব্রুয়ারি এলে পৃথিবীজুড়ে আয়োজন শুরু হয়ে যায় ভালবাসার দিন পালনের। প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। অনেকেই মনে করেন ভ্যালেন্টাইন্স ডে হল শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্য একটা দিন। আসলে তা ঠিক নয়। প্রত্যেকেই তাদের প্রিয়জনের প্রতি ভালবাসা প্রকাশ করতে পারেন এদিন। প্রেমিক-প্রেমিকা, দম্পতিদের পাশাপাশি এই দিনে আপনার পরিবারের সদস্য, বন্ধু, ভাই-বোন এবং অন্যান্য ব্যক্তি, যারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের শুভেচ্ছা জানাতে পারেন আপনি।
ভ্যালেন্টাইন্স ডে’র কারনে অনেকেই ফেব্রুয়ারিকে বলে ভালোবাসার মাস। ফিবছরই এই বসন্তের এই মাসে এক সপ্তাহ জুড়ে প্রেমের জোয়ারে মেতে ওঠেন সকলে। এই দিন পালনের কারন খুঁজতে ইতিহাসের পাতা উল্টে দেখলে আমরা দেখতে পাব দিনটির নামকরণ করা হয়েছে সেন্ট ভ্যালেন্টাইনের নামানুসারে। তৃতীয় শতাব্দীর সময় রোমের বাসিন্দা, ধর্ম প্রচারক ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের স্মরণে উদযাপিত হয় এই দিন। জানা যায় পঞ্চম শতাব্দীর শেষে পোপ গেলাসিয়াস ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন।
তবে আজ আর শুধু ১৪ ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে আটকে নেই। পৃথিবী জুড়েই প্রেম ভালবাসা ঘিরে নানা মজা আর উপহারের বিপুল বানিজ্যের পালে হাওয়া লাগাতে তা এখন এক সপ্তাহের প্যাকেজ। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভালোবাসা ও আবেগের সপ্তাহব্যাপী উদযাপনকে বলা হয় ভ্যালেন্টাইন্স উইক বা ভালোবাসার সপ্তাহ। এটি ৭ ফেব্রুয়ারি শুরু হয় এবং ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। ভালবাসা উদযাপন করার জন্য প্রতিটি দিনের একটি ভিন্ন থিম আছে। যেমন ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে এবং কিস ডে।
ভ্যালেন্টাইন্স উইকের দিনলিপি
রোজ ডে বা লাল গোলাপের দিন (৭ ফেব্রুয়ারি)
প্রপোজ ডে বা প্রস্তাবের দিন ( ৮ ফেব্রুয়ারি)
চকোলেট ডে ( ৯ ফেব্রুয়ারি)
টেডি ডে ( ১০ ফেব্রুয়ারি)
প্রমিস ডে বা প্রতিশ্রুতির দিবস (১১ ফেব্রুয়ারি)
হাগ ডে বা আলিঙ্গন দিবস (১২ ফেব্রুয়ারি)
কিস ডে বা চুম্বন দিবস (১৩ ফেব্রুয়ারি)
ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি)
রোজ ডে বা লাল গোলাপের দিন (৭ ফেব্রুয়ারি)
রোজ ডে ভ্যালেন্টাইনস সপ্তাহের প্রথম দিন। এই দিনে প্রত্যেকে তাদের প্রিয়জনকে ফুল পাঠায় যাতে তাঁরা তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ তার একটা বার্তা দেওয়া যায়। প্রত্যেক প্রেমিক-প্রেমিকাই ভ্যালেন্টাইন্স সপ্তাহের সময়কে অন্য সব কিছুর চেয়ে বেশি মূল্য দেয়। লাল রঙ প্রেম, আবেগ এবং রোম্যান্সের প্রতীক। প্রেমের উপহার হিসেবে এই দিনে মানুষেরা তাদের ভালবাসার মানুষকে লাল গোলাপ দেয়।
প্রপোজ ডে বা প্রস্তাবের দিন ( ৮ ফেব্রুয়ারি)
রোজ ডে-র পরের দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স উইকের দ্বিতীয় দিনটি প্রপোজ ডে নামে পরিচিত। এই দিনে প্রেমিক-প্রেমিকা তার প্রিয়তম মানুষের সামনে তার ভালোবাসা প্রকাশ করে। প্রেমের প্রকাশের জন্য গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে প্রপোজ করার জন্য এই দিনটিকেই সেরা বলে মনে করা হয়। প্রপোজ ডে হল সেই বিশ্বাসের জালবোনা যেখানে থাকে ভালবাসা এবং সুখে ভরা একটি আজীবন সম্পর্কের প্রতিশ্রুতি।
চকোলেট ডে ( ৯ ফেব্রুয়ারি)
চকলেট ডে ভ্যালেন্টাইন্স সপ্তাহের তৃতীয় দিন। এই দিনে ভালবাসার সঙ্গীকে তাদের পছন্দের চকলেট দেওয়ার রেওয়াজ। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ইউরোপীয় সংস্কৃতি থেকে হুড়মুড়িয়ে ঢুকে পড়া একটি পার্বণ তাই এতে আমাদের মিষ্টি - পায়েসের বদলে চকলেট দেওয়ার রেওয়াজ। ইউরোপ, আমেরিকায় এই দিনে প্রেমিক-প্রেমিকারা একটি বিশেষ স্টাইলে একে অপরকে জমকালো চকলেটের বাক্স এবং চকলেটের ঝুড়ি উপহার দেয়।
টেডি ডে ( ১০ ফেব্রুয়ারি)
ভ্যালেন্টাইন্স সপ্তাহের চতুর্থ দিন টেডি ডে। বলা হয় বেশিরভাগ মেয়েরা টেডি বিয়ার পছন্দ করে। এই বিশেষ দিনটি উদযাপন করতে, বয়ফ্রেন্ডরা তাদের বান্ধবীকে তাদের প্রিয় রঙের টেডি উপহার দেয়। টেডি বিয়ার মানেই একটা দুষ্টু-মিষ্টি ব্যাপার। এদের মধ্যে থাকা উষ্ণতা, যত্ন এবং স্নেহের চিহ্নই সেগুলোকে প্রিয়জনের জন্য আদর্শ ভ্যালেন্টাইন্স ডে উপহার করে তোলে। একে অপরের প্রতি তাদের ভালবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করতে, দম্পতিরা টেডি বিয়ার উপহার দেয়।
প্রমিস ডে বা প্রতিশ্রুতির দিন (১১ ফেব্রুয়ারি)
ভ্যালেন্টাইন্স সপ্তাহের পঞ্চম দিন হল প্রতিশ্রুতি দিবস। ভাবা হয় যে এই দিনে মানুষেরা তাদের ভালবাসার মানুষকে প্রতিশ্রুতি দেয় যে তারা আজীবন তাদের সঙ্গে থাকবে এবং তাদের সমস্ত ইচ্ছা পূরণ করবে। প্রতিশ্রুতি দিবস হল ভালবাসার দুই মানুষের মধ্যের বন্ধনকে আরও গভীর করার একটা উপলক্ষ মাত্র।
হাগ ডে বা আলিঙ্গন দিবস (১২ ফেব্রুয়ারি)
ভ্যালেন্টাইন্স সপ্তাহের ষষ্ঠ দিন হল আলিঙ্গন দিবস। প্রিয়তম মানুষকে কাছে টেনে নেওয়ার মধ্যেই থাকে ভালবাসার পূর্ণতা। সব ধরণের উপহারের বাইরেও, সত্যিকারের ভালবাসা পেতে চায় প্রেমিক-প্রেমিকা। একটি আলিঙ্গন সেই উষ্ণতা দিতে পারে। তাই এই দিনে একে অপরকে জড়িয়ে ধরে ভালবাসা প্রকাশ করার রীতি।
কিস ডে বা চুম্বন দিবস (১৩ ফেব্রুয়ারি)
কিস ডে হল ভ্যালেন্টাইন্স সপ্তাহের সপ্তম দিন। শারীরিক ভাবে কাছাকাছি আসা ছাড়া ভালবাসা সম্ভবত পূর্ণতা পেতে পারে না। একটি চুম্বন ভালবাসার অন্য অনুভূতি প্রকাশ করে। এই দিনে,একে অপরকে চুম্বনের মাধ্যমে ভালবাসাকে অনুভব করা হয়। চুম্বন হল ভালবাসার একটি শক্তিশালী এবং ব্যক্তিগত অনুভূতি – যা আজীবনের জন্য একটি স্মৃতি রেখে যায়।
ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি)
সপ্তাহের শেষ দিন পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। এই দিন প্রেম, ভালবাসা, আবেগ এবং অন্তরঙ্গতাকে সম্মান এবং উদযাপনের দিন। ফি বছর ১৪ ফেব্রুয়ারি পালিত হয় এই দিন। মানুষ বিভিন্নভাবে নিজেদের মত করে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করে। সঙ্গীর সঙ্গে পুরো দিন সময় কাটানো হোক বা অন্যকিছু – এদিনের উষ্ণতাই হয়ে ওঠে আলাদা।
[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]
[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ