একনজরে

10/recent/ticker-posts

PK Rosy Google Doodle ডুডলের মাধ্যমে মালায়ালাম সিনেমার প্রথম অভিনেত্রীকে সম্মান গুগলের


খোশখবর ডেস্কঃ পিকে রোজি ছিলেন মালায়লাম সিনেমার প্রথম অভিনেত্রী।১৯২৮ সালে মালায়লামের প্রথম পরিচালক জেসি ড্যানিয়েল পরিচালিত বিগাথাকুমারন (দ্য লস্ট চাইল্ড) এর নায়িকা ছিলেন তিনি। রোজি যখন অভিনয় করছেন সে সময় মালায়ালাম সিনেমায় মেয়েদের অভিনয় করা নিষিদ্ধ ছিল।পাশাপাশি একজন দলিত মহিলা হয়ে পর্দায় এক নায়ার মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন রোজি। এই ধরনের সাহসী পদক্ষেপ সমাজ মেনে নেয় নি। তিনি সমাজের নানা স্তরের নানা ব্যক্তির ক্রোধের শিকার হন। পরিস্থিতি জটিল আকার ধারণ করে। তার বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। তিনি একজন উচ্চবর্ণের লরি চালকের সঙ্গে পালিয়ে যান এবং তাঁকে বিয়ে করেন। সিনেমার পর্দায় হাজির হওয়া প্রথম মহিলার সম্মানে, কেরালা সরকার তার নামে একটি পুরস্কার চালু করে। ১০ ফেব্রুয়ারি তার ১২০তম জন্মদিন উপলক্ষে ডুডলের মাধ্যমে মালায়লাম সিনেমার প্রথম অভিনেত্রীকে সম্মান জানাল গুগল। 

[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code