একনজরে

10/recent/ticker-posts

fossil of giant penguin ৫৭ মিলিয়ন বছর আগে পৃথিবীতে ঘুরে বেড়াত জায়ান্ট পেঙ্গুইন


বিশাল আকারের বিলুপ্তপ্রায় পেঙ্গুইন প্রজাতির নাম ছিল কুমিমানু ফোরডিসি 

খোশখবর ডেস্কঃ একটি পেঙ্গুইনের গড়ে ওজন হয় গড়ে ২২ থেকে ৪৫ কিলোগ্রাম।প্যালিওন্টোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে যে ৫৭ মিলিয়ন ( ১ মিলিয়ন = ১০ লক্ষ)  বছর আগে পৃথিবীতে ঘুরে বেড়াত বিশাল বড় বড় পেঙ্গুইন – যাদের ওজন ছিল প্রায় ১৫৪ থেকে ১৫৯ কেজি।বিশাল আকারের এই বিলুপ্তপ্রায় পেঙ্গুইন প্রজাতির নাম ছিল কুমিমানু ফোরডিসি বা কে ফোরডিসি।গবেষকরা জানাচ্ছেন যে পৃথিবীর বুক থেকে ডাইনোসররা লুপ্ত হয়ে যাওয়ার কয়েক বছর পরেও তাদের অস্তিত্ব ছিল।

আরও পড়ুনঃপোকাদের সম্পর্কে হয়ত এসব আপনার জানা নেই

গবেষণা চালাতে গিয়ে বিজ্ঞানীরা নিউজিল্যান্ডে এই রকম পেঙ্গুইনের জীবাশ্মের খোঁজ পেয়েছেন।এই পেঙ্গুইন এবং অন্য একটি প্রজাতির জীবাশ্ম কয়েক বছর আগে ২০১৬ এবং ২০১৭ সালের মধ্যে আবিষ্কৃত হয়েছিল। তারা নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের উত্তর ওটাগোতে ৫৭ মিলিয়ন বছর বয়স হয়ে যাওয়া পাথরের মধ্যে ছিল। গবেষকরা পেঙ্গুইনের আরও একটি প্রজাতির কথাও জানিয়েছেন। তাঁরা হল পেট্রাডাইপ্টেস স্টোনহাউসি।



নিউজিল্যান্ডে আবিষ্কৃত জীবাশ্মের উপর ভিত্তি করে,গবেষকরা পেঙ্গুইনের আরও একটি প্রজাতির কথাও জানিয়েছেন।একে বলা হয় পেট্রাডাইপ্টেস স্টোনহাউসি এবং অনুমান অনুযায়ী এর ওজন প্রায় ৫০ কিলোগ্রাম হবে।

আরও পড়ুনঃ সভ্যতার বিপদ আসন্ন! সিঙ্গাপুরে গড়ে উঠছে চিরসবুজ বনের শহর

কেমব্রিজের আর্থ সায়েন্সেস বিভাগের ডঃ ড্যানিয়েল ফিল্ড জানিয়েছেন যে একসময় পেঙ্গুইনের আকার বিশাল থাকলেও প্রকৃতি কোলে অভিযোজিত হতে হতে সে বামন আকার ধারণ করেছে।

খবরের সূত্রঃ ডব্লুআইওএন

[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পিক্সাবে, আনস্প্ল্যাস, ফ্রিপিক, উইকিমিডিয়া কমন্স, গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]

[ জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান, অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর’।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code