একনজরে

10/recent/ticker-posts

Padma Awards 2023 মরণোত্তর পদ্মবিভূষণ পেলেন ওআরএসের জনক,বাংলায় পদ্মপ্রাপক ৪

বাংলা থেকে ডা. দিলীপ মহলানবিশ ছাড়া তিন জন পেয়েছেন পদ্ম সম্মান

খোশখবর ডেস্কঃ ৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে,ঘোষণা করা হয়েছে ২০২৩ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এবছর ৬ জন পদ্মবিভূষণ, ৯ জন পদ্মভূষণ এবং ৯১ জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে।এবছর পদ্মবিভূষণ (মরণোত্তর) সম্মান পেয়েছেন ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস-এর জনক ডা. দিলীপ মহলানবিশ।  তাঁর মতই মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন সমাজবাদী পার্টির প্রয়াত নেতা মুলায়ম সিং যাদব এবং স্থপতি বালকৃষ্ণ দোসি। এছাড়া পদ্মবিভূষণ পেয়েছেন তবলিয়া জাকির হুসেন,গণিতবিদ শ্রীনিবাস বর্ধন এবং কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসএম কৃষ্ণ।

বাংলা থেকে ডা. দিলীপ মহলানবিশ ছাড়া তিন জন পেয়েছেন পদ্ম সম্মান। শিল্প-কলা বিভাগে পদ্মশ্রী পেয়েছেন জলপাইগুড়ির লোকসঙ্গীত শিল্পী মঙ্গলকান্তি রায়, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা কাঁথা শিল্পী প্রীতিকনা গোস্বামী, জলপাইগুড়ির টোটোপাড়ার বাসিন্দা টোটো ভাষা সংরক্ষক ধনিরাম টোটো। অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পদ্মশ্রী পেয়েছেন চিকিৎসক রতনচন্দ্র কর। 



                             [ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে  পিক্সাবে,আনস্প্ল্যাস,ফ্রিপিক,উইকিমিডিয়া কমন্স,গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]  

[জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বইলাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান,অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে  জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code