একনজরে

10/recent/ticker-posts

ইলন মাস্ক আর বিশ্বের সবচেয়ে ধনী নন,এক নম্বরে বের্নার্ড আর্নল্ট


বিশ্বের ধনীতম ব্যক্তির জায়গা হারালেন ইলন মাস্ক,তাঁর জায়গায় উঠে এসেছেন লুই ভিতোঁর মালিক বের্নার্ড আর্নল্ট


খোশখবর ডেস্কঃ পৃথিবীর সবচেয়ে বড়লোকের তকমা সাঁটা সিংহাসনে এতদিন নিশ্চিন্তে বসেছিলেন স্পেসএক্স এবং টেসলার সিইও এবং টুইটারের নতুন বস, ইলন মাস্ক।কিন্তু মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম কিনতে গিয়ে তার সম্পদ ৩৪০ বিলিয়ন ডলার থেকে নেমে ১৬৮ বিলিয়ন ডলারে চলে আসায় বিশ্বের ধনীতম ব্যক্তির জায়গা হারাতে হল তাঁকে। ধনীতম ব্যক্তি হিসাবে তালিকায় উঠে এসেছেন লুই ভিতোঁর মালিক বের্নার্ড আর্নল্ট। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৬৮ বিলিয়ন ডলার -এ পৌঁছেছে। তুলনায় ৭২ বছরের অর্নল্টের সম্পদের পরিমাণ প্রায় ১৭২ বিলিয়ন ডলার।



টুইটার কেনার জন্য ৪৪ বিলিয়ন ডলার খরচ করে ফেলেছেন ধনকুবের ইলন মাস্ক। আর সেটাই তাঁর পতনের মূল কারন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে সরিয়ে ফোর্বসের বড়লোক তালিকায় শীর্ষস্থানে চলে আসেন মাস্ক। এতদিন সেই র‍্যাঙ্ক ধরে রেখেছিলেন তিনি। তবে সংস্থার শেয়ারবাজার ওঠানামা করায় প্রতিনিয়ত বদলে যায় বিশ্ব বড়লোকদের স্থান বা র‍্যাঙ্ক। আবার হয়ত বের্নার্ড আর্নল্টকে হারিয়ে প্রথম স্থানে চলে আসতে পারেন ইলন মাস্ক। যেমন ৭ই ডিসেম্বর ২০২২ ফোর্বসের তালিকায় ধনীতম ব্যক্তি হিসাবে তালিকায় উঠে আসেন লুই ভিতোঁর মালিক বের্নার্ড আর্নল্ট। 

বের্নার্ড আর্নল্ট

টেসলার শেয়ারহোল্ডারদের ধারণা হয়েছে, মাস্কের কাছে টুইটারের গুরুত্ব অনেক বেশি। ২০২১ সালের সেপ্টেম্বর মাসের পর প্রথমবার নিজের জায়গা হারাতে হয় তাঁকে। পরে অবশ্য বাজার ওঠায় টেসলার মূল্য বেড়ে যায়। ফের বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় শীর্ষে উঠে আসেন মাস্ক। টুইটারের ধাক্কায় এবার কি বিশ্বের ধনীতম ব্যক্তির জায়গা স্থায়ীভাবে খোয়াতে পারেন এলন মাস্ক? জল্পনা এমনটাই। তবে এভাবে চললে অচিরেই বিশ্বের সবচেয়ে বড়লোক নিজের জায়গা খোয়াতে পারেন বলে মনে করা হচ্ছে।

[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে  পিক্সাবে,আনস্প্ল্যাস,ফ্রিপিক,উইকিমিডিয়া কমন্স,গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]  

[জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বইলাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান,অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে  জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে না ‘খোশখবর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code