একনজরে

10/recent/ticker-posts

জেলেনস্কি এবং ইউক্রেনের স্পিরিটকে কুর্নিশ টাইম ম্যাগাজিনের, জেনে নিন কেন?

ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সম্মানিত হয়েছে ‘দ্য স্পিরিট অফ ইউক্রেন’। রুশ হামলা থেকে দেশকে, দেশের মানুষকে বাঁচাতে গোটা ইউক্রেনের উদ্যমকে কুর্নিশ জানিয়েছে টাইম ম্যাগাজিন

খোশখবর ডেস্কঃ ভলোদিমির জেলেনস্কি এবং ‘দ্য স্পিরিট অফ ইউক্রেন’ বা গোটা ইউক্রেনের উদ্যমকে টাইম ম্যাগাজিন তাদের ‘২০২২ সালের পারসন্স অফ দ্য ইয়ার’ বা সেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নিয়েছে। কোন ব্যক্তি বা বিশ্বের কোন ঘটনা গত ১২ মাসের ঘটনাগুলিকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তার উপরই বছরের সেরা ব্যক্তি বেছে নেওয়ার প্রক্রিয়া বিবেচিত হয়।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরু হয় ইউক্রেনে। প্রাণভয়ে ইউক্রেন থেকে পালাতে থাকেন বিদেশীরা। আর জীবন বাজি রেখে প্রিয়জনদের রক্ষার লড়াইয়ে সুর্যমুখীর দেশের মানুষেরা।একদিকে দেশের বিপন্ন মানুষকে রক্ষা করা আর অন্যদিকে গোটা বিশ্বের কাছে প্রয়োজনীয় বার্তা তুলে ধরার কাজ করেছেন ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।রাশিয়ার আক্রমণ রুখে দিতে ইউক্রেনীয়দের বুকের ভেতর আগুন জ্বালানোর কাজটা করেছেন তিনি। টাইম ম্যাগাজিন লিখেছে গোটা ইউক্রেনের জন্য ভলোদিমির জেলেনস্কি গোটা বিশ্বকে এমনভাবে জাগিয়ে তুলেছেন যা আমরা কয়েক দশক ধরে দেখিনি।

টাইম ম্যাগাজিনের সবচেয়ে প্রভাব বিস্তারকারী অন্যান্য ব্যক্তিদের তালিকায় ছিলেন এলন মাস্ক, মার্কিন সুপ্রিম কোর্ট, চীনের নেতা শি জিনপিং এবং ইরানের বিক্ষোভকারীরা।তবে টাইম-এর প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথাল লিখেছেন, আমাদের স্মৃতিতে এই বছরের পছন্দ সবচেয়ে পরিস্কার ছিল।


ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সম্মানিত হয়েছে ‘দ্য স্পিরিট অফ ইউক্রেন’।রুশ হামলা থেকে দেশকে,দেশের মানুষকে বাঁচাতে গোটা ইউক্রেনের উদ্যমকে কুর্নিশ জানিয়েছে টাইম ম্যাগাজিন। ইউক্রেনের ভেতরে এবং বাইরে অগণিত মানুষ এই নানাভাবে পাশে দাড়িয়েছেন দেশের মানুষের। অনেকেই লড়াই করেছেন পর্দার আড়ালে থেকে। যেমন ইউক্রেনের অন্যতম বিখ্যাত শেফ ইভগেন ক্লোপোটেনকো। যিনি রুশ আক্রমণের পর লভিভে শরণার্থীদের জন্য দিনে এক হাজারেরও বেশি বিনামূল্যে খাবার সরবরাহ করতেন।ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের শেফ জোসে আন্দ্রেস লক্ষ লক্ষ প্যাকেট খাবার বিনামূল্যের পরিবেশন করেছেন। যুদ্ধে আহতদের কিভাবে চিকিৎসা করা যায় সে বিষয়ে স্থানীয় ডাক্তারদের প্রশিক্ষণ দিতে ইউক্রেনে একাধিকবার ছোটাছুটি করেছেন ওয়েলশের শল্যচিকিৎসক ডাঃ ডেভিড নট।অবরুদ্ধ মারিউপোলে দিনরাত আহত অসামরিক নাগরিকদের সেবা করেছেন চিকিত্সক জুলিয়া পেয়েভস্কা।টাইম জানাচ্ছে এইরকমই হাজার হাজার স্পিরিট কাজ করেছে ইউক্রেনে।এবার তাকেই সম্মান জানাল বিশ্বখ্যাত এই ম্যাগাজিন।

[ছবি সৌজন্যঃ খোশখবর সাইটে ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে  পিক্সাবে,আনস্প্ল্যাস,ফ্রিপিক,উইকিমিডিয়া কমন্স,গুগল ফটো সহ বিভিন্ন নিজস্ব সূত্র থেকে]  

[জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান,অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে  জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ করবে নাখোশখবর]   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code