খোশখবর ডেস্কঃ রামধনু রঙের এক গ্রহের ছবি প্রকাশ করে সকলকে তাক লাগিয়ে দিল নাসা। গ্রহের বিভিন্ন অঞ্চল বিভিন্ন রঙের। মহাকাশ সংস্থার সাম্প্রতিক
ইনস্টাগ্রাম পোস্টে এই রঙবেরঙের গ্রহটিকে দেখে তাজ্জব মানুষ!এই গ্রহ আসলে আমাদের
খুব চেনা গ্রহ প্লুটো। ২০০৬ সালের ১৯ জানুয়ারি গ্রহ উপগ্রহের চরিত্র বুঝতে মহাকাশযান নিউ
হরাইজন উৎক্ষেপণ করে নাসা। মহাকাশযানটি দূরবর্তী সৌরজগতের
কুইপার বেল্টে খোঁজ চালিয়ে যাচ্ছে। সেই মহাকাশযানই
পাঠিয়েছে প্লুটোর ছবি। চেনা প্লুটোই অচেনা রঙের ক্যানভাস হয়ে
দেখা দিয়েছে। নিউ হরাইজনস বিজ্ঞানীরা গ্রহের নানা অঞ্চলগুলির মধ্যে অনেক সূক্ষ্ম
রঙের পার্থক্য তুলে ধরতে এই ছবিটি তৈরি করেছেন। প্লুটোর পৃষ্ঠ জটিল, বৈচিত্র্যময়। কোথাও পাহাড়, কোথাও অজস্র
উপত্যকা । বিজ্ঞানীরা লিখিতভাবে রঙের বিস্তারিত বর্ণনাও করেছেন।
[জ্ঞান বা তথ্যের কোনও কপিরাইট হয় বলে আমরা মনে করি না। পৃথিবীর বুকে প্রকাশিত
অগুনতি বই, লাইব্রেরিতে ঠাসা সমুদ্র সমান জ্ঞান,অন্তর্জালে ছড়িয়ে থাকা আকাশ সমান তথ্য
থেকে দু-একটি তুলে এনে পাঠকদের সামনে রাখাই এই ব্লগসাইটের কাজ।তবে জ্ঞানত কোনও ভুল,বিকৃত বা অন্ধ ভাবনার তথ্য প্রকাশ
করবে না ‘খোশখবর’।]
0 মন্তব্যসমূহ