প্রথমে এই নামকরণের তালিকায় ছিল ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, এবং থাইল্যান্ড – এই আটটি দেশ। পরে ২০১৮ সালে এই তালিকায় ঢোকে ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইয়েমেনের নাম। প্রতিটি দেশ তাদের নামের তালিকা পাঠানোর পর তা চূড়ান্ত করে প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস। চূড়ান্ত হয়ে যাওয়ার পর তা প্রকাশ করে ভারতের আবহাওয়া দপ্তর বা আইএমডি। ঘূর্ণিঝড় ‘আমফান’ এর নাম দিয়েছে থাইল্যান্ড। জানা গেছে এই শব্দটির অর্থ হল দৃঢ়তা বা শক্তি।
বিশ্ব আবহাওয়া সংস্থার অনুমোদন নিয়ে সদ্য ঘূর্ণিঝড়ের নামের নতুন তালিকা প্রকাশ করেছে আইএমডি বা ইন্ডিয়ান মেটিওরোজিক্যাল ডিপার্টমেন্ট। আগে আটটি দেশের নাম থাকলেও এই নতুন তালিকায় রয়েছে ১৩টি দেশের ১৩টি করে দেওয়া ১৬৯ ঝড়ের নাম। আগামী দিনে ভারতের দেওয়া সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের নামগুলি হল গতি, তেজ, মুরাসু, আগ, ব্যোম, ঝড়, প্রবাহ, নীর, প্রভঞ্জন, ঘূর্ণি, অম্বুদ, জলধি, এবং বেগ।
0 মন্তব্যসমূহ