খোশখবরঃ বিশ্বজুড়ে করোনার হানায় নানারকম সতর্কবার্তা শোনাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা যে অতিমারি বা পেনডেমিক হিসেবে দেখা দিয়েছে সেই ঘোষণাও করেছে ডব্লিউএইচও। কিন্তু জানেন কী বিশ্ব স্বাস্থ্য সংস্থা আসলে কী? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হল রাষ্ট্রসঙ্ঘের একটি সহযোগী সংস্থা বা এজেন্সি যা আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিষয়ে সমন্বয়কের ভূমিকা পালন করে থাকে। ১৯৪৬ সালের জুলাই মাসে নিউইয়র্কে একটি সম্মেলনে এই সংস্থার ভিত্তিপ্রস্থর স্থাপিত হয়। ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয় এই সংস্থা। এর সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এইচআইভি, ক্যান্সার, হৃদরোগ, বিশুদ্ধ জল , জরুরি ওষুধ, ভ্যাকসিনসহ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সংস্থার প্রধান হিসেবে থাকেন একজন মহাপরিচালক, যিনি বিশ্ব স্বাস্থ্য সম্মেলন থেকে মনোনীত হয়ে থাকেন। বর্তমান মহাপরিচালক হিসেবে কাজ করছেন ইথিওপিয়ার তেদ্রোস আধানম গেব্রিয়েসাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক কার্যকরী সমিতির সুপারিশে সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হয়।
বর্তমান মহাপরিচালক ১ জুলাই, ২০১৭ তারিখে মনোনীত হয়েছেন। তিনি ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত ইথিওপিয়ার স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ৭ এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হওয়ায় এই দিনটিকেই ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ হিসেবে নির্ধারণ করা হয়। এই সময় সংস্থার কাজ সহ বিভিন্ন ব্যাপারে আলোচনা ও নীতিনির্ধারণ করে ১৯৪টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। সাধারণত বছরের মে মাসে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে প্রতিনিধিদের সম্মেলন হয়। সম্মেলনে প্রতিনিধিরাই সংস্থাটির মহাপরিচালক মনোনয়ন করেন।
সোশ্যাল মিডিয়ায় 'খোশখবর'