একনজরে

10/recent/ticker-posts

২০২০ সালে এপ্রিল ফুল করল না গুগল, কেন জানেন?



খোশখবর ডেস্কঃ বছরের একটা দিনে অন্যকে বোকা বানিয়ে আনন্দ পান অনেকেই। প্রায় গোটা পৃথিবীতেই চালু আছে এই রেওয়াজ। দিনটা হল ১লা এপ্রিল। কেউ ঠকে গেলে বলা হয় এপ্রিল’স ফুল বা এপ্রিলের বোকা। তবে কীভাবে এই দিনটি চালু হল তা নিয়ে নানা মুনির নানা মত আছে। সাধারণত হালকা বিষয় নিয়েই বোকা বানানোর গল্প তৈরি হলেও কখনও কখনও বেশ গুরুতর বিষয় নিয়েও পৃথিবী জুড়ে চলে বোকা বানানোর কৌশল। এখন সোশ্যাল মিডিয়ার এই বাড়বাড়ন্তের যুগে সেই তথ্য ছড়িয়ে পড়ে মুহূর্তে। প্রতি বছর এই মজায় সামিল হয় টেক জায়েন্ট গুগল। করোনার কারনে ব্যাতিক্রম  ২০২০ সাল।


  কোভিড-১৯ এর থাবায় যেভাবে গোটা বিশ্বের মানুষ মৃত্যুর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই করে চলেছে তাতে এপ্রিল ফুলের পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এই প্রতিষ্ঠান। সেই ২০০৪ সাল থেকে ১৬ বছর ধরে এপ্রিল ফুল পালন করে আসছে গুগল। এবছর করোনা ভাইরাসের বিরুদ্ধে মানুষের লড়াইকে মনে রেখেই এপ্রিল ফুলের দিনে কোনও পোস্ট বা জোকস দেওয়া হবে না বলে জানানো হয়েছে। বলা হয়েছে এবারের আনন্দটা তোলা থাক সামনের বছরের জন্য। অর্থাৎ বার্তাটি হল মজা করার সময় এখন নয়। এখন এই কঠিন সময়ে মানুষের পাশে থাকাটাই বড় কাজ।

Ad Code