খোশখবর ডেস্কঃ করোনা ( সিওভিডি-১৯) র কারনে আজ গোটা পৃথিবী হাত ধোয়ার উপযোগিতার বিষয়টি বুঝতে পেরেছে। কিন্তু পৃথিবীতে সর্বপ্রথম হাত পরিষ্কারের প্রয়োজনীয়তার কথা কে শুনিয়েছিলেন জানেন? তিনি হলেন ইগনাজ স্যামেলওয়াইজ। ইগনাজ জন্মেছিলেন ১ জুলাই, ১৮১৮ সালে হাঙ্গারির বুদাপেস্টে। ভিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করার পর ধাত্রীবিদ্যায় তিনি উচ্চ শিক্ষা লাভ করেন। তিনি ‘মায়েদের ত্রাণকর্তা’ হিসেবে পরিচিত ছিলেন। আজ থেকে ১৭৩ বছর আগে ১৮৪৭ সালে তিনি ভিয়েনা জেনারেল হাসপাতালের মেটারনিটি ক্লিনিকের চিফ রেসিডেন্ট ডক্টর হন। সেখানেই মায়েদের মৃত্যুর সঙ্গে হাতের জীবাণু সংক্রমণের বিষয়টি তিনি আবিষ্কার করেন। ইগনাস উদাহরণ সহ বুঝিয়ে দেন, রোগী বিশেষত প্রসূতি মায়েদের দেখার আগে কেন চিকিৎসকদের ভালভাবে হাত পরিষ্কার করা উচিত। তাঁর উপদেশ মানার পরেই দেখা যায় সংক্রমণ কমে গেছে উল্লেখযোগ্যভাবে। তাঁর এই আবিষ্কারকে স্বীকৃতি দেন ভিয়েনার তরুণ চিকিৎসক ও পড়ুয়ারা। শুরু হয় রোগী দেখার আগে হাত ধোয়ার চল। তিনিই বলেন পরিচ্ছন্নতাই হলো জীবন বাঁচানোর সেরা উপায়। স্বাস্থ্যরক্ষার প্রাথমিক উপায়, হাতদুটো পরিষ্কার রাখা। যদিও তিনি সহকর্মীদের অসহযোগিতার শিকার হয়েছিলেন। ১৮৬১ সালে প্রকাশিত হয় তাঁর বই ‘ দি এটিওলজি , কনসেপ্ট অ্যান্ড প্রফিল্যাক্সিস অফ চাইল্ডবেড ফিভার’। তাঁর এই উদ্যোগ ছিল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ব্যর্থ ।কারণ তিনি সহকর্মীদের অসহযোগিতার শিকার হয়েছিলেন।১৮৬৫ সালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে, নিয়ে যাওয়া হয় মানসিক রোগের হাসপাতালে, সেখানেই মৃত্যু হয়। যে ডাক্তার হাত পরিষ্কারের কথা বলেছিলেন, তাঁর মৃত্যু হয় ডান হাতের একটি ক্ষতে সংক্রমণের জেরে।
সোশ্যাল মিডিয়ায় 'খোশখবর'