খোশখবর ডেস্কঃ রূপকথার
গল্পগুলোতে আমরা জন্তু-জানোয়ারদের আমাদের মতই কথা বলতে দেখি। গল্পে বলা হলেও আসলে তাদের কিন্তু সেই ক্ষমতা নেই। সমস্ত প্রাণী জগতের মধ্যে মানুষ হল একমাত্র জীব
যারা কথা বলা এবং তার মনের ভাব প্রকাশ করার পদ্ধতি আবিস্কার করেছে। তবে ঠিক আমাদের মত না হলেও পশু-পাখিরা তাদের সুখ-দুঃখ
সবকিছুই কতগুলো শব্দ করে বা অঙ্গভঙ্গি সাহায্যে জানাতে পারে। এক ঝাঁক পাখির পাশ দিয়ে একটা বিড়াল যদি যায়
তাহলে নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে যে পাখিরা কিচিরমিচির করে ওঠে। পাছে
বিড়ালের খপ্পরে পড়তে হয় তাই পাখিরা অদ্ভুত ভাবে কিচমিচ করে তাদের ভয় কে প্রকাশ
করে।
ঠিক একই ভাবে কুকুর ঘেউ ঢেউ করে ডেকে মনের ভাব প্রকাশ করে। ওদের কাছে তো ভাষা নেই তাই ওরা কথা বলে মনোভাব
জানাতে পারে না তাই কিছু অদ্ভুত শব্দ দিয়ে অঙ্গভঙ্গি করে ওরা খুব পরিষ্কার করে
রাগ ভালোবাসা ইত্যাদি প্রকাশ করে। খিদে পেলে, তেষ্টা পেলে, বিপদ থেকে উদ্ধার পেতে
হলে ওরা নিজেদের বিশেষ বিশেষ প্রকাশভঙ্গির আশ্রয় নেয়।
জন্তু-জানোয়ারের আমাদের মত কথা বলতে পারে না তার কারণ হল ওদের মস্তিষ্ক মানুষের মত এত উন্নত পর্যায়ের হয়নি বলে। মানুষের মস্তিষ্ক, মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ফোকাল পয়েন্ট পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। সাধারনভাবে মানুষের মস্তিষ্ক উচ্চতর ক্রিয়াকাণ্ড আরও দক্ষতার সঙ্গে সম্পাদন করতে পারে বলে মানব মস্তিষ্ককে অন্য কোনও পরিচিত প্রজাতির চেয়ে বেশি ‘বুদ্ধিমান’ বলে মনে করা হয়। কাজেই বলাই যায় যে বিবর্তনের ধারায় মানুষই জয়লাভ করেছে। অন্যদিকে মস্তিষ্কের সম্পূর্ণ বিকাশ না ঘটায় জন্তু-জানোয়ারেরা ভাষা তৈরি করতে পারেনি আর তাই কথা দিয়ে মনের ভাব প্রকাশ করতেপারে না তারা।
জন্তু-জানোয়ারের আমাদের মত কথা বলতে পারে না তার কারণ হল ওদের মস্তিষ্ক মানুষের মত এত উন্নত পর্যায়ের হয়নি বলে। মানুষের মস্তিষ্ক, মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ফোকাল পয়েন্ট পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। সাধারনভাবে মানুষের মস্তিষ্ক উচ্চতর ক্রিয়াকাণ্ড আরও দক্ষতার সঙ্গে সম্পাদন করতে পারে বলে মানব মস্তিষ্ককে অন্য কোনও পরিচিত প্রজাতির চেয়ে বেশি ‘বুদ্ধিমান’ বলে মনে করা হয়। কাজেই বলাই যায় যে বিবর্তনের ধারায় মানুষই জয়লাভ করেছে। অন্যদিকে মস্তিষ্কের সম্পূর্ণ বিকাশ না ঘটায় জন্তু-জানোয়ারেরা ভাষা তৈরি করতে পারেনি আর তাই কথা দিয়ে মনের ভাব প্রকাশ করতেপারে না তারা।
সোশ্যাল মিডিয়ায় 'খোশখবর'