খোশখবর ডেস্কঃ মানুষেরা নিজেদের সামাজিক প্রাণী বলে মানে। কিন্তু পিঁপড়েদের জোটবদ্ধতা মানুষের এই ভাবনাকে বোধহয় লজ্জাই দেবে। কীট পতঙ্গের জগতে পিঁপড়েরা হল উল্লেখযোগ্য জোটবদ্ধ প্রাণী। লক্ষ লক্ষ পিঁপড়ে একটা কলোনীর মধ্যে থাকে। যে কাজই করুক না কেন তা তারা করে একসঙ্গে। তারা সবসময় একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলে। আর এই যোগাযোগের মূল কাজটা করে একটা রাসায়নিক বস্তু। তা হল ‘ফেরোমেন’। কোনও খাবার মুখে করে বাসায় ফেরার সময় পিঁপড়েরা ‘ফেরোমেন’ ছড়িয়ে যায়। ওই রাসায়নিকের পথ ধরেই একটা পিঁপড়ের পেছনে আর একটা এবং এইরকম করে লাইন দিয়ে তারা যাতায়াত করে। বিজ্ঞানীরা দেখেছেন প্রতিটি পিঁপড়ে প্রজাতির আলাদা আলাদা এবং নিজস্ব ‘ফেরোমেন’ ব্যবস্থা আছে। কোনও কোনও প্রজাতির মধ্যে ২০টি ভিন্ন ভিন্ন ফেরোমেনের অস্তিত্বও পাওয়া গেছে। আসলে এই ছড়ানো ফেরোমেন পিঁপড়েদের নিজস্ব প্রজাতির জন্য একটা রাসায়নিক ভাষা তৈরি করে। সেই ভাষা বা রাসায়নিক শব্দই লাইন দিয়ে পথ চলতে সাহায্য করে তাদের।
সূত্র – বিবিসি নলেজ, ফেব্রুয়ারি, ২০১৮
সোশ্যাল মিডিয়ায় 'খোশখবর'