খোশখবর ডেস্কঃ স্বপ্ন নিয়ে মানুষের গল্পের শেষ নেই। কোন্ সেই প্রাচীনকাল থেকে স্বপ্ন দেখা নিয়ে চর্চা করে চলেছে মানুষ। স্বপ্ন দেখার রহস্য কী, স্বপ্ন দেখার কোনও ফল আছে কী না সে নিয়ে গবেষণাও কম হয় নি। কিন্তু প্রশ্নটা হল জীবজগতে মানুষের সবচেয়ে কাছের বন্ধু কুকুরও কী স্বপ্ন-টপ্ন দেখে। এই বিষয়ে কিন্তু সম্মতিসূচক ঘাড়ই নাড়ছেন বিজ্ঞানীরা। এর পেছনে রয়েছে একটি গবেষণা। ২০০১ সালে ম্যাসাচুসেটেস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা একটা পরীক্ষা করেছিলেন। তাঁরা দেখেছিলেন যে একটা ইঁদুরের মস্তিস্কের কাজ এমন হচ্ছে যেন তারা কোনও ধাঁধার সমাধান (Maze) করছে। মানুষের মস্তিস্কের ছবিও এমনটাই হয় যখন তারা স্বপ্ন দেখে। বিজ্ঞানীরা দেখলেন দুই ক্ষেত্রেই নকশাটা একই। তাঁরা বুঝলেন যে মস্তিস্কের ওইরকম অবস্থার অর্থ ইঁদুরটা স্বপ্নই দেখছিল। বিড়াল এবং ছুঁচোর উপর পরীক্ষা করে একই ফলাফল মিলল। বিজ্ঞানীরা জানালেন সব স্তন্যপায়ী প্রাণীই আসলে স্বপ্ন দেখে। আপনার পোষ্য কুকুরটিও কিন্তু এর বাইরে নয়। মনে রাখবেন স্বপ্ন দেখাটা আর আপনার একার অধিকার নয়।
সংগ্রহ সূত্র – বিবিসি নলেজ, জুন, ২০১৭
সোশ্যাল মিডিয়ায় 'খোশখবর'