একনজরে

10/recent/ticker-posts

জেনে নিন কারা কারা পেতে পারে সান্টার উপহার?


খোশখবর ডেস্কঃ প্রচলিত আছে যে সান্টাক্লজ খুব ভালমানুষ। তিনি থাকেন এক চিরতুষারাবৃত দেশে। বড়দিন এলেই তিনি ছোটো ছোটো বাচ্চাদের নানা উপহার দেন। তিনি যেখানে থাকেন সেখানেই নাকি রয়েছে তার খেলনার এক বিশাল কারখানা। এছাড়া সান্টার কাছে আছে একটা বিশাল মোটা খাতা। তাতে লেখা আছে পৃথিবীর সব শিশুদের নাম। তাদের মধ্যে কে দুষ্টু আর কে ভালো সে তথ্যও থাকে। বড়দিনের আগের দিন রাতে সান্টা ভালো শিশুদের ভালো ভালো মজার উপহার দিয়ে যান। আর দুষ্টু শিশুরা পায় ভাঙা বোতাম, কয়লার টুকরো এমনি সব। সান্টা ঘরের ভেতর ঝুলিয়ে রাখা একটা মোজার মধ্যে এই উপহারগুলো রেখে যায়। ব্যাপারটা এইরকম যে শিশুরা যাতে এই উপহারের লোভে সারা বছর ধরে দুষ্টুমি না করে শান্তশিষ্ট হয়ে থাকার চেষ্টা করে।


 সান্টার গায়ে থাকে সাদা কলার ও কাফযুক্ত লাল কোট, সাদা কাফযুক্ত লাল ট্রাউজার্স, কালো 
চামড়ার বেল্ট ও বুটজুতো। তাঁর গোঁফ-দাড়ি ধবধবে সাদা। বলগা হরিণের স্লেজে চেপে থলে ভর্তি উপহার নিয়ে আসেন তিনি। আসলে বাচ্চাদের মন ভোলাতে সান্টার নাম করে বাড়ির বড়রাই লুকিয়ে লুকিয়ে এমন উপহার দেন তদের সন্তানদের বা সন্তানসম শিশুদের। যত দিন যাচ্ছে সোস্যাল মিডিয়ার হাত ধরে বা অন্য ভাবে বাড়ছে সান্টার প্রচার। জমে উঠছে বড়দিনের কার্নিভাল। পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছে নানারকম খেলনা,খাবার,চকোলেট-কেক-পেস্ট্রি সহ নানা উপহার সামগ্রীর বিপুল বাণিজ্য।  

Ad Code