একনজরে

10/recent/ticker-posts

আকাশবাণীতে ৩৫ বছর হারমোনিয়াম নিষিদ্ধ ছিল । কেন জানেন ?


খোশখবর ডেস্কঃ ১৯৪০ সালের পয়লা মার্চ থেকে সংগীতের সহযোগী যন্ত্র হিসেবে আকাশবাণীতে হারমোনিয়াম বাজানো নিষিদ্ধ হয়ে যায় । অনেকে এই সিদ্ধান্তের জন্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে দায়ী করেন। তিনি নাকি সব অনুষ্ঠানেই হারমোনিয়াম বাজিয়ে উদ্বোধনী সংগীত গাওয়াটা পছন্দ করতেন না । কিন্তু হারমোনিয়ামকে বেতারে ঠাঁই না দেওয়ার পেছনে জওহরলাল নেহেরু নন, রবীন্দ্রনাথ ঠাকুরেরই বড় ভূমিকা ছিল বলেই মত আকাশবাণীর প্রাক্তন কর্মকর্তাদের । হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্র সংগীত
গাওয়ায় ঘোর আপত্তি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের । ১৯৪০ সালের জানুয়ারি মাসে সেসময় স্টেশন ডিরেক্টর অশোক কুমার সেন কে চিঠিতে আপত্তির কথা জানান রবীন্দ্রনাথ ঠাকুর।এই চিঠির পরিপ্রেক্ষিতে ১৯৪০ সালের পয়লা মার্চ থেকে আকাশবাণীতে অনুষ্ঠান প্রচারের সময় নিষিদ্ধ হয়ে যায় হারমোনিয়াম বাজানো। পরের সবকটি বেতার কেন্দ্রে তা কার্যকর করা হয় । এ নিয়ে বিভিন্ন সময়ে তর্ক-বিতর্ক কম হয়নি । এরপর ১৯৭৫ সালের ৯ জুলাই প্রখ্যাত হারমোনিয়াম শিল্পী মন্টু ব্যানার্জির হারমোনিয়াম বাজানোর অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় পয়ত্রিশ বছর পর আকাশবাণীতে ফিরে আসে এই সঙ্গীত যন্ত্র।

তথ্যসংগ্রহ - কলকাতা বেতার, সম্পাদনা ভবেশ দাশ, প্রভাত কুমার দাস পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code