একনজরে

10/recent/ticker-posts

পৃথিবী যে গোল একথাটা সর্বপ্রথম কে বলেছিলেন?



খোশখবর ডেস্কঃ অনেকেই বলেন, পৃথিবী যে গোলাকার সেই কথাটা সর্বপ্রথম বিশ্ববাসীকে জানিয়েছিলেন ক্রিস্টোফার কলম্বাস। কিন্তু বিষয়টা সত্যি নয়। কলম্বাসের সময়কালের প্রায় ১৮০০ বছর আগে এবিষয়ে আলোকপাত করেছিলেন সামোস- এর অ্যারিসটারকুস (Aristarchus)।

সামোস-এর অ্যারিসটারকুস (আনুমানিক ২৭০ খ্রিস্টপূর্ব) হচ্ছেন  সেই গ্রিক জ্যোতির্বিজ্ঞানী যিনি গাণিতিকভাবে জ্যোতির্বিজ্ঞান অধ্যয়ন করেন এবং জ্যামিতিক পদ্ধতির সাহায্যে চন্দ্র ও সূর্যের আপেক্ষিক আকার এবং পৃথিবী থেকে এদের আপেক্ষিক দূরত্ব নির্ণয় করেন।

পৃথিবী যে গোল শুধুমাত্র এই কথাটা বলেই থেমে থাকেন নি তিনি। পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে এমন তথ্যের কথাও প্রথম জানিয়েছিলেন এই বিজ্ঞানী। কীভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন বিজ্ঞানী অ্যারিসটারকুস? পরীক্ষা করতে গিয়ে দুটো আলাদা আলাদা শহর থেকে সূর্য আর পৃথিবীর কৌণিক অবস্থান মেপেছিলেন তিনি । আর এতেই কেল্লাফতে। দুটো হিসেবের তফাৎ ধরেই নিজের তত্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন তিনি।আজকের দিনে দাঁড়িয়ে সত্যি আবাক লাগে বৈকি।
সংগ্রহসুত্র – দি হ্যান্ডি ফিজিক্স মেডইজি জিকে বুক,জয়কো পাবলিশিং হাউস ও   উইকিপিডিয়া  

Ad Code