খোশখবর ডেস্কঃ কোনও কাজের জন্য কেউ যদি কোনও ভীষণ প্রতিজ্ঞা করে বসে তাহলে তাকে ভীষ্মের প্রতিজ্ঞা বলা হয়। কিন্তু এই কথা এল কোথা থেকে? এর উৎস খুঁজতে গেলে আমাদের বাংলা প্রবাদে পৌরাণিক কাহিনীর প্রভাবের দিকে নজর দিতে হবে। মহাভারতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল ভীষ্ম। এই ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি চিরকুমার (বিবাহ করবেন না) থাকবেন। এর পেছনে একটা ঘটনা ছিল। ভীষ্মের পিতা শান্তনু একবার যমুনাতীরে বেড়াতে গিয়ে দাসরাজকন্যা সত্যবতীকে দেখে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে চান। কিন্তু দাসরাজ জানান যে সত্যবতীর সন্তানকে রাজ্যপাঠ দিলে তবেই এ বিয়েতে সম্মতি মিলবে। এই প্রস্তাবে শান্তনু রাজি হতে পারেন নি। এই সময় কঠিন প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে আসেন ভীষ্ম। তিনি দাসরাজের কাছে গিয়ে জানান যে তিনি রাজ্যের অধিকার ত্যাগের পাশাপাশি আজীবন কৌমার্য রক্ষা করে চলার প্রতিজ্ঞা করছেন। এরপরই কৃতজ্ঞতা স্বরূপ শান্তনু ভীষ্মকে ইচ্ছামৃত্যুর বরদান করেন। এই পৌরাণিক কাহিনী থেকেই কেউ কোনও কঠিন কাজের প্রতিজ্ঞা করলে বলা হয় ভীষ্মের প্রতিজ্ঞা।
না ব্রেকিং, না মেকিং, না ফেকিং। বিচিত্র এই পৃথিবীর বিপুল জ্ঞান সমুদ্র থেকে কণা সম তুলে পরিবেশনের চেষ্টাই এই ব্লগ সাইট। সচেতন ভাবে কোনও উদ্দেশ্যমুলক ভুল তথ্য বা কুসংস্কার প্রচার করবে না এই পেজ। প্রায় সব তথ্যেরই মিলবে উৎসের খোঁজ। আমরা বিশ্বাস করি জ্ঞানের কোনও কপিরাইট হয় না। তবুও তথ্যের ব্যবহার নিয়ে কোনও লেখক বা প্রকাশকের কোনও আপত্তি থাকলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে নেওয়া হবে এই পেজ থেকে। সাইটে ছবিগুলির বেশিরভাগই নেওয়া হয়েছে উইকিপিডিয়া,ফ্রি সাইটস বা গুগল সার্চ থেকে।
সোশ্যাল মিডিয়ায় 'খোশখবর'