সোয়াবিন, ভূট্টা, রেপসিড তেল, সিরাপ যেমন আছে তেমনই আছে শিশুর জন্য পুষ্টিকর বলে ঘোষিত খাদ্যও। প্রশ্নটা এখানেই। সিএসই দিল্লি, পঞ্জাব এবং গুজরাট থেকে সংগ্রহ করেছে এই সব প্যাকেটজাত খাবার। যদিও এদের বাজার গোটা ভারতেই। আর প্রশ্নটা এখানেই। আপনার অজান্তেই, ইচ্ছের বিরুদ্ধেই খেয়ে ফেলছেন না তো ‘জিএম’ ফুড?
তথ্যসংগ্রহ – ডাউন টু আর্থ, ১-১৫ অগাস্ট, ২০১৮
0 মন্তব্যসমূহ