গোয়ার জেসুইট ধর্মযাজকের উৎসাহে এখান থেকেই ছাপা হয় তাদের প্রথম বই Conclusaes. এটা কেই ভারতে মুদ্রিত(যদিও পর্তুগিজ ভাষায় রচিত ও মুদ্রিত ) গ্রন্থ বলা হয় । এরপর ১৫৫৭ সালে একটি এবং ১৫৬১ সালে আর একটি বই প্রকাশিত হয় । কিন্তু প্রথম দুটি বইয়ের কোন কপি আজ আর পাওয়া যায় না । তবে ১৫৬১ সালে প্রকাশিত compendio spiritual da vida christoa’ নামক বইটির একটি কপি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে রাখা আছে । এরপর গোয়া থেকে বিদেশী পর্তুগিজ ভাষায় বেশ কয়েকটি বই প্রকাশিত হয় । তবে ভারতের বুকে ভারতীয় ভাষায় প্রথম যে বইটি ছাপা হয় তার নাম Christya Vannakanam । এটি ছিল পর্তুগিজ ভাষায় প্রকাশিত Doutrina Christa’র তামিল অনুবাদ । প্রকাশিত হয় ১৫৭৮ খ্রিস্টাব্দে ।
তথ্যসংগ্রহ - বাংলা মুদ্রিত গ্রন্থের ইতিহাস / ড বরুণকুমার মুখোপাধ্যায় / নয়া উদ্যোগ
তথ্যসংগ্রহ - বাংলা মুদ্রিত গ্রন্থের ইতিহাস / ড বরুণকুমার মুখোপাধ্যায় / নয়া উদ্যোগ
0 মন্তব্যসমূহ