একনজরে

10/recent/ticker-posts

পোকাদের সম্পর্কে হয়ত এসব আপনার জানা নেই


খোশখবর ডেস্কঃ বাড়িতে আরশোলা, মশা,মাছি, পিপড়েদের উৎপাতে বিরক্ত নয় এমন মানুষের খোঁজখবর আপনাদের কাছে আছে নাকি? তাহলে তাদের জন্য খোশখবর-এর এই প্রতিবেদন খুব একটা উদ্বেগ বাড়াবে না। আমাদের আশপাশের জগতে আরশোলা, মাকড়শা, মশা,মাছি, পিপড়েদের পাশাপাশি উকুন, শুয়োপোকা, বোলতা, ছাড়পোকা,প্রজাপতি, ঝিঁ ঝিঁ পোকার মত কীটপতঙ্গ ও পোকামাকড়ের সংখ্যা ঠিক কত তা জানেন কী? তবে কোটি কোটি মানুষের এই পৃথিবীতে এদের সংখ্যার হিসেব করতে যাওয়াটা বাড়াবাড়ি হয়ে যাবে। শুধুমাত্র পতঙ্গের প্রজাতি বা গোষ্ঠীর সংখ্যা শুনলেই আপনি হাঁ হয়ে যাবেন। জীববিজ্ঞানীদের তথ্য বলছে ১০,০০০০০ সংখ্যার জীবগোষ্ঠীর মধ্যে ৮,০০০০০-ই হল পতঙ্গশ্রেণী। তবে জীবজগতে প্রতিদিনই নতুন নতুন পতঙ্গের খোঁজ পাচ্ছেন বিজ্ঞনীরা। ফি বছর ৭০০০ থেকে ১০০০০ পতঙ্গের তথ্য মিলছে যাদের আগে কেউ দেখেনি বা নথিভুক্ত করে নি। তবে এখানেই শেষ নয়, বিজ্ঞানীদের মতে বিচিত্র এই পৃথিবীতে পতঙ্গদের সম্বন্ধে অনেককিছুই জানা হয় নি। ভবিষ্যতে এখনও ১০,০০০০০ থেকে ১০,০০০,০০০ বিচিত্র ধরনের পতঙ্গের খোঁজ মিলবে বলে তাদের বিশ্বাস।

মোট পতঙ্গ গোষ্ঠীর মধ্যে বেশীরভাগটাই দখল করে বসে আছে গুবরে পোকা , কাঁচ পোকাদের দলবল। এদের প্রজাতির সংখ্যা প্রায় ২,০০০০০। এর পরেই আছে মথ ও প্রজাপতিদের গোষ্ঠী। এদের প্রজাতির সংখ্যা ১,৪০০০০। বোলতা,মৌমাছি, পিঁপড়েদের বিভাগে আছে ১,১৫০০০ প্রজাতি। আর মাছি, ডাঁশ,মশাদের বিভাগে প্রজাতির সংখ্যা ৮৭,০০০। আর একটা কথা বলা হয়নি, পৃথিবীর বুকে এই পোকাদের দলবল রাজত্ব করছে কত বছর জানেন? প্রায় ৪০ লক্ষ বছর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code