খোশখবর ডেস্কঃ বিজ্ঞানীরা বলেন আমাদের দেহ আসলে একটা কারখানার মতন । সেখানে ২৪ই কাজ চলছে। কোন বিরাম নেই । যেমন আমাদের হার্ট বা হৃদপিন্ড।তাকে কী পরিমান কাজ করতে হয় জানেন? আমাদের হার্ট সারাদিন স্পন্দিত হয় ১০৩,৬৮৯ বার । হৃদপিন্ড থেমে গেল মানে জীবনটাই থেমে গেল। অন্যদিকে এই হার্টের স্পন্দনেই সারা শরীরে ছুটে বেড়ায় রক্ত।প্রতিদিন আমাদের রক্ত ছুটে বেড়ায় ১৬৮০০০০০০ মাইল।আর বেঁচে থাকার জন্য শ্বাস নিতে হয় ২৩০৪০ বার।
শ্বাস নেওয়ার সময় প্রতিদিন আমরা শরীরে নিয়ে নিই ৪৩৮ ঘনফুট পরিমান বায়ু । আর প্রতিদিন খাই ৩.২৫ পাউন্ড পরিমাণ খাবার।আর কথা বলার কথা যদি বলেন তাহলে জেনে রাখুন আমরা রোজ গড়ে খরচ করি ৪০০০ শব্দ ।আর প্রতিদিন যে চলাফেরা করি তার জন্য শরীরের পেশির সঞ্চালন কি রকম হয় জানা আছে? তথ্য বলছে আমাদের প্রতিদিনের চলাফেরায় জন্য কমপক্ষে ৭৫০ টি পেশির সঞ্চালন হয়।প্রতিদিন আমাদের নখের পরিমাণ বাড়ে দশমিক ০০০০৪৬ইঞ্চি আর চুল বাড়ে দশমিক ০১৭১৪ ইঞ্চি । আর এইভাবে গোটা দেহ সঞ্চালিত করতে প্রতিদিন কাজ করে চলে মস্তিষ্কের ৭০ লক্ষ সেল বা কোষ ।
না ব্রেকিং, না মেকিং, না ফেকিং। বিচিত্র এই পৃথিবীর বিপুল জ্ঞান সমুদ্র থেকে কণা সম তুলে পরিবেশনের চেষ্টাই এই ব্লগ সাইট। সচেতন ভাবে কোনও উদ্দেশ্যমুলক ভুল তথ্য বা কুসংস্কার প্রচার করবে না এই পেজ। প্রায় সব তথ্যেরই মিলবে উৎসের খোঁজ। আমরা বিশ্বাস করি জ্ঞানের কোনও কপিরাইট হয় না। তবুও তথ্যের ব্যবহার নিয়ে কোনও লেখক বা প্রকাশকের কোনও আপত্তি থাকলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে নেওয়া হবে এই পেজ থেকে। সাইটে ছবিগুলির বেশিরভাগই নেওয়া হয়েছে উইকিপিডিয়া,ফ্রি সাইটস বা গুগল সার্চ থেকে।
0 মন্তব্যসমূহ